প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টর ৬ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং ২০২২-২০২৩ এ শ্রেষ্ঠ পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) হওয়ার গৌবর অর্জন করেছেন হাটহাজারী সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মো. আবু তালেব। পিইউও আবু তালেব চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডের মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুকুরের জ্যেষ্ঠ পুত্র।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সরকারি কলেজে রেজিমেন্ট ক্যাম্পিংয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বিএনসিসি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী’র কাছ থেকে তাঁর ‘বেস্ট পিইউও’র স্মারক গ্রহণ করেন।
এ সময় কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ, পিএসসি ও ব্যাটালিয়ন অ্যাডজুটান্ট মেজর এমএ রাকিব, বিএনসিসি অফিসারবৃন্দ, পিইউও এবং টিইউওগণ উপস্থিত ছিলেন।
আবু তালেব হাটহাজারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর পুরুষ প্লাটুন কমান্ডার হিসেবে ২০১৬ খ্রিস্টাব্দের ২৯ মে থেকে দক্ষতার সাথে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০১৭ খ্রিস্টাব্দে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সফলতার সাথে সম্পন্ন করেন।