আল আমিন,নাটোর প্রতিনিধি:-
আজ ভোর রাত ৪.৩০ এর দিকে নাটোর সদর উপজেলা তেবাড়ীয়া ইউনিয়নের চন্দ্রকলা গ্রামে স্কুল শিক্ষক মোঃ আলমগীর হোসেনের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে একটি বাছুর সম্ভবা গাভী,দুইটি বড় ছাগল সহ হাঁস- মুরগী পুরে ছাই হয়ে গেছে।এছাড়াও একটি বাছুর গরু পুরে গুরুত্বর জখম হয়েছে।
প্রতিবেশীরা আগুনের টের পেয়ে ছুটে এসে পাশে থাকা ডোবার পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্কুল শিক্ষক আলমগীর হোসেন জানান প্রতিদিনের মত গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য গোবরঘুঠে জ্বালানো হয়।সেখান থেকেই আগুনের সুত্রপাত্র ঘটে।এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।