নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী::
চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকালে বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গহীন অরণ্য থেকে বনবিভাগের লোকজন এই মরদেহ উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহত নারীর লাশের গোসল ও জানাযা শেষে চাম্বলের মানিক পাহাড়ের কবরস্থান লাশ দাফন করা হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, সকালে হাতির আক্রমণে নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্য ছিলেন। তাকে চাম্বলের পাহাড়ের একটি কবরস্থান দাফন করা হয়েছে।