28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    আরও পড়ুন

    দিলীপ দাস, প্রতিনিধি ::

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে ১৫টি আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজ পরিদর্শন করেছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৪টি নবনির্মিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন করেন।
    এসময় রাঙামাটি জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীবদের জন্য এই ঘর গুলো নির্মাণ করে দিচ্ছেন। এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্থ) এস এম ফেরদৌস ইসলাম, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। পরে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৫ টি ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের ৬ টি ঘরের কার্যক্রম পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নির্মাণ কাজের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

    এদিকে প্রতিটি ঘরের জন্য ২লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর