27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    ‘কানা বগির ছা’ বইয়ের মোড়ক উন্মোচন ৯ই ফেব্রুয়ারি

    আরও পড়ুন

    গিয়াস উদ্দিন, চবি ::

    ইফফাত আরা ইলিয়াস, চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন সাবেক ছাত্রী।
    করোনাকালীন সময়ে যখন প্রথম প্যারেন্টহুডে প্রবেশ করলেন তখন পুরোটা সময় তিনি তার সন্তানকে নিয়ে ঘরে ছিলেন এবং শিশুর স্বাভাবিক বিকাশ নিয়ে তখনই পড়ার আগ্রহ জাগলো। মূলত নিজের সন্তানের শৈশবকালীন স্বাভাবিক বিকাশ যেনো সুন্দরভাবে হয় তাই লন্ডনে কর্মরত একজন শিশু শিক্ষা বিশেষজ্ঞ এর অধীনে জুমের মাধ্যমে দেড় বছর কয়েকটি ট্রেনিং ও সেশন সম্পন্ন করেন।

    বর্তমান সময়ের সবথেকে এলার্মিং বিষয় হলো স্বাভাবিক শিশুকে স্বাভাবিকভাবে বড় করে গড়ে তুলতে না পারা অর্থাৎ শিশুর একেকটি মাইলস্টোনে যা যা দরকার সেটি পূরণ না হওয়া এবং ফলশুতিতে শিশুর লার্নিং স্টেজগুলোতে নানান জটিলতায় পড়ে এবং শিশুর স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়।

    “কানা বগির ছা বইটি মূলত নন-ফিকশন ক্যাটাগরিতে পড়েছে। প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে তার বাবা-মায়েরও নতুন রূপে জন্ম হয়। সেই শিশুর প্রথম পাঁচটি বছরের সার্বিক বিকাশে এই নতুন বাবা-মা কি ধরনের ভূমিকা রাখলে শিশুটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেই বিষয়গুলোই আমার বাস্তব কিছু অভিজ্ঞতার আলোকে তুলে ধরা হয়েছে ‘কানা বগির ছা’ বইটিতে”

    লেখালিখির ব্যাপারে আগে থেকেই আগ্রহ ছিলো কিন্তু মনের মত বিষয় পাচ্ছিলেন না। বর্তমান সময়ের সাথে সম্পর্কিত এবং আগামী প্রজন্ম যেনো একটি সুন্দর শৈশবের সাথে পরিচিত হতে পারে তাই অভিভাবকের সাথে ট্রেনিং ও সেশনে যা শিখেছেন তার সাথে বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে উনার মনে হলো সবার কাছে এই তথ্য গুলো পৌছিয়ে দিতে পারলে সব বাবা-মা উপকৃত হবে।

    প্রথম বই হিসেবে পাঠকের উদ্দেশ্যে ইফ্ফাত আরা ইলিয়াস বলেন, “ভুলের উর্ধ্বে কোনো মানুষ নয়। প্রথম বই হিসেবে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আলোচনা, সমালোচনা করবেন যেনো এই বিষয়ে আরো এগিয়ে যেতে পারি।”

    কানা বগির ছা বইটির মোড়ক উন্মোচন ৯ই ফেব্রুয়ারি বিকাল ৪.০০ টায় অমর একুশে বইমেলা-২০২৩। বইটি প্রকাশনায় সার্বিক সহযোগিতা করেছেন বীকন পাবলিকেশন। প্রচ্ছদ শিল্পী হিসেবে ছিলেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান। স্টল-৭৯১ নং এ বইমেলার ৮ম দিন হতে পাওয়া যাবে এছাড়া রকমারি ডট কম সহ অনলাইন প্লাটফর্ম গুলোতেও পাওয়া যাবে। বইটির শুভেচ্ছা মূল্য ২০০ টাকা মাত্র।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর