20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখায় হাটহাজারীতে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

    আরও পড়ুন

    মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

    চট্টগ্রামের হাটহাজারীতে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড রোধে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে কারখানা, গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনের বিভিন্ন ধারা পরিলক্ষিত হওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঘটনার মাধ্যমে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে প্রতীয়মান হয়। এর প্রেক্ষিতে ওয়ার্ল্ড ফার্নিচার গ্যালারীকে বিশ হাজার, গ্লোবাল এন্টারপ্রাইজকে ত্রিশ হাজার ও কর্ণফুলী প্যাকেজিং লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

    এবিষয় ইউএনও বলেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড রোধে ঝুঁকিপূর্ণ সকল প্রতিষ্ঠান ও স্থাপনায় যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখায় এক লাখ জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ও তার দল অংশগ্রহণ করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর