27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালীর কামাল উদ্দীন পিপিএম

    আরও পড়ুন

    জোবাইর চৌধুরী, বাঁশখালীঃ

    চতুর্থবারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম। গত রবিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। জানা যায়- অপরাধ রোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চিহ্নিত অপরাধী গ্রেফতার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার কার্যক্রম বিবেচনা করে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

    এরআগে চলতি বছরে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেন বাঁশখালীর থানার ওসি মো. কামাল উদ্দীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পুরস্কার তুলে দেন।

    ২০২১ সালের ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেই টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার মাইলফলকও অতিক্রম করেন তিনি। এছাড়াও দ্রুত সময়ে আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে তিনি বিভিন্ন মহলে সমাদৃত হয়েছেন।

    বাঁশখালী থানার ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম বলেন, শ্রেষ্ঠ ওসি হতে পারাটা গর্বের ব্যাপার। অপরাধ রোধ করাই আমাদের কাজ। আমি নিবিষ্ট মনে সেই কাজই করেছি। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার উরধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর