20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    মোসলেম উদ্দিন এমপি আর নেই

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক ::

    চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

    রোববার দিবাগত রাত সাড়ে ১২টা ৪৭ মিনিটে  ঢাকার এভার কেয়ার হাসপাতলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    আমিনুল ইসলাম আমিন বলেন, গতকালও তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো ছিলো৷ রবিবার হঠাৎ অবস্থার অবনতি হয়।রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

    মোছলেম উদ্দিন আহমেদ এম পির ব্যক্তিগত সহকারী মোঃ মামুন জানান, মৃত্যুকারে হাসপাতালে মোসলেম উদ্দিনের মেয়েসহ স্বজনরা তার পাশে ছিলেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় জানাযা শেষে মরদেহ চট্টগ্রামে আনার ব্যবস্থা নেয়া হবে।

    তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সহ মহল থেকে তাৎক্ষণিক শোক জানানো হয়েছে। সামাজিক মাধ্যমেও বইয়ে চলেছে চোখের নহর।

    চট্টগ্রামের এই প্রবীণ নেতার মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা.একিউ এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ পৃথকভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর