আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি ::
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার” এর সাংগঠনিক উপকমিটির একটি গুরুত্বপূর্ণ সভা সাম্প্রতি রাজধানীর গ্রীনহোম রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শরীফ কাউসার।
সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী,উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল মনচুর, সহ-সভাপতি খোকন গাজী, ছৈয়দ মাহফুজুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, এফ আলম বুলবুল, ইয়াসমিন আকতার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম পশ্চিম মোঃসহিদ হোসেন, রাজশাহীর ইফতেখারুল ইসলাম, সিলেটের খায়রুল ইসলাম, পাঠাগার সম্পাদক আলী হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খান মুক্তা,ক্রীড়া সম্পাদক শরীফ কাউসার, উপমহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান রুমা, সদস্য মোহাম্মদ ইলিয়াছ, নাঈম শেখ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত ও আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩,শনিবার সন্ধ্যা ৭টায় শালিমার রেস্টুরেন্টে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয়ভাবে পালন করার জন্য মোহাম্মদ সালাউদ্দিনকে আহ্বায়ক ও আবদুর রাজ্জাক ভুইয়াকে সদস্য সচিব এবং ছৈয়দ মাহফুজুর রহমানকে সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট রচনা প্রতিযোগিতা উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, খোকন গাজী, নাসরিন সুলতানা, এফ আলম বুলবুল, ইয়াসমিন আকতার, মুর্শিদ শেখ নোমান ইউসুফ, সহিদ হোসেন, খাইরুল ইসলাম, ইফতেখার সোহাগ, আবু হানিফ,সুমাইয়া মুক্তা, শরীফ কাউসার, আলী হোসেন, মোহাম্মদ ইলিয়াস, নাঈম শেখ, আঞ্জুমান রুমা, এরশাদ হোসেন, শামীম হোসাইন।