28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    বায়েজিদে ভেজাল প্রশাধনীর কারখানা

    আরও পড়ুন

    চট্টগ্রাম ব্যুরো ::

    চট্টগ্রামের বায়েজিদ এলাকার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামক একটি ভুয়া ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং বিএসটিআই। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যাথ্যানাশক ক্রিম সহ বিভিন্ন ভেজাল প্রশাধনী সামগ্রী জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন সাবানে বিএসটিআই এর অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে দেখা গেছে। প্রচন্ড নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভাবে এসকল পণ্য তৈরির দায়ে ফ্যাক্টরির ম্যানেজার মো: খায়রুজ্জামান রাজুকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

    এছাড়া ফ্যাক্টরিতে আটক তিন জন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    এসময় জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রতীক দত্ত বলেন, ” কারো বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবার বা তদন্ত করার জন্য নির্দেশ দেবার ক্ষমতা মোবাইল কোর্টের নাই। আমরা যাকে হাতে নাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।

    অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক  আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” ভেজাল বিরোধী এধরনের অভিযান অব্যাহত থাকবে। রিয়াজউদ্দীন বাজার সহ অন্যান্য যেসকল বাজারে এগুলো বিক্রি হয় সেসকল জায়গায় আমরা অভিযান চালাব।”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর