18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    প্রধানমন্ত্রীর উপহারের গাভী পালনে স্বাবলম্বী নাটোরের সিংড়ার ৩৯ পরিবার

    আরও পড়ুন

    আল আমিন,নাটোর প্রতিনিধি:-

    প্রধানমন্ত্রীর উপহারের গাভী পালন করে স্বাবলম্বী হয়ে খুশি নাটোরের সিংড়া উপজেলার ৩৯ টি আদিবাসী পরিবার। গরু কেনার সামর্থ্য ছিলনা,সেই সব আদিবাসী পরিবার এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এসব পরিবারে এখন ফিরে এসেছে স্বচ্ছলতা। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তা ও সার্বিক তত্বাবধানে স্বাবলম্বী হতে শুরু করেছে আদিবাসী পরিবার গুলো।

    জানা যায়, ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিংড়া উপজেলার ৩৯ টি আদিবাসী পরিবারের মাঝে গাভী তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তার পর থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তত্বাবধানে চিকিৎসা সহ নিয়মিত তদারকি চলে আসছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৯ টি পরিবারকে প্রয়োজনীয় উপকরণ, খাদ্য সামগ্রী এবং ১ টি করে বকনা গরু দেয়া হয়।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা পাঁচকাকিয়া গ্রামের যুগল এক্কা, আমিন টপ্পো, ভবেন্দ্রনাথ এক্কা বানু রাও, নিজলি টপ্পোদের বাড়িতে খুশির বন্যা। এদের পালিত বেশিরভাগ গরুর বাছুর হয়েছে।প্রতিদিন ৫/৭ লিটার দুধ বিক্রি করে আদিবাসীদের আর্থিক সচ্ছলতাও এসেছে।

    জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র উরাও, ও সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইসিটি প্রতিমন্ত্রীর সহায়তায় আমরা সুখে শান্তিতে বসবাস করছি। গরু কেনার সামর্থ্য আমাদের ছিলো না। এখন কেউ কেউ ২-৩ টি গরুর মালিক।

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় এবং সার্বিক তত্বাবধানে নিয়মিত তদারকি চলছে। প্রাণী সম্পদ অফিস সার্বক্ষনিক সুবিধাভোগীদের পাশে থেকে কাজ করছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর