আল আমিন,নাটোর প্রতিনিধি:-
নাটোরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন নাটোরের প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সকালে সূর্যের দেখা মেলার আগেই ঘন কুয়াশা ভেদ করে দলে দলে অনিমা চৌধুরী মিলনায়তনের সমাবেত হতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকতা শেষে একে একে আসন গ্রহণ করে তারা। সকাল সাড়ে ১০টার মধ্যে পুরো মিলনায়তন শিক্ষার্থীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের আগমনে মিলনায়তনের আশপাশের চত্বরও ভরে যায়। এরপর শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের যৌথ অংশগ্রহণে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন বক্তব্য দেন। মাঝেমধ্যে পরিবেশিত হয় গান, কবিতা। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া তুলে ধরে সাদনান শাহরিয়ার ও ফাহমিদা সেঁজুতি।
শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, আবদুর রাজ্জাক, প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, নিরাপত্তাপ্রধান সাজ্জাদুর রহমান ও ব্যবসায়ী আবদুস সালাম।
দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্টানে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।