27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    চারুকলাকে ক্যাম্পাসে ফেরত আনতে আবারো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    আরও পড়ুন

    গিয়াস উদ্দিন, চবি প্রতিনিধি ::

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করেছেন চারুকলার শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ আন্দোলনে তাদের পক্ষে অবস্থান নিতে দেখা যায়।

    সুদর্শন চাকমা নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী এই বাংলাকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নির্ভর করে চারুকলা, নাট্যকলা ও সংগীত এসব সাংস্কৃতিক বিভাগের উপর। এ বিভাগগুলোর মধ্যে চারুকলা ক্যম্পাসের সৌন্দর্য রক্ষার্থে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। চারুকলা ক্যাম্পাসের প্রাণ সঞ্চার করে। তাই তাদের এই যৌক্তিক দাবিতে আমিও প্লেকার্ড হাতে তাদের পক্ষে অবস্থান নিয়েছি।

    এছাড়া চারুকলার শিক্ষার্থী সঞ্জয়  তাদের আন্দোলনের ব্যাপারে বলেন, দেখুন আমাদের প্রাথমিক দাবি ছিলো ২২ দফা সংস্কার অথবা চারুকলাকে ক্যাম্পাসে ফেরত আনা, প্রশাসন আমাদের বলেছে ২২ দফা দাবি পূরণ করা সম্ভব নয় সেহেতু আমরা চারুকলাকে ক্যম্পাসে ফেরত চাই। এটা আমাদের অধিকার।

    প্রসঙ্গত, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রীক থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

    লাগাতার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর আহবানে শর্ত সাপেক্ষে গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও সপ্তাহের মাথায় গত সোমবার আবারো ক্লাস বর্জন করে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ।

    অপরদিকে একইদিন ইন্সটিটিউটের মূল ফটকে সংস্কার আন্দোলনকারীদের পুনরায় তালা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। এসময় তারা ক্লাস চালু রাখার দাবি জানান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর