Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeদুর্ঘটনাসোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন, আহত একজন

সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন, আহত একজন

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজয় (২১) নামে এক তরুণের ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক তরুণ মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়ে পা ভেঙে হাসপাতালে ভর্তি আছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করে। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার করা হয়।

 ট্রাকের ধাক্কায় বিজয়ের কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিজয়ের হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাঁর অবস্থা জটিল হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত হাসান চিকিৎসাধীন আছেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক