Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeবিনোদনমারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে অবশেষে চলে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার। গত ১৫ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন।

 দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন 

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়ে জেনা বলেন, ‘আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও পাশে ছিলাম। তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালবাসি।

এটা সৌভাগ্যের বিষয় ছিল।’ 

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

১৯৩৯ সালে ৫ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা। সামান্থা এগার তার কর্মজীবন শুরু করেন শেক্সপিয়ারী থিয়েটারে।

উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার সিনেমা ‘দ্য কালেক্টর’ (১৯৬৫) অভিনয়ের জন্য তারকা খ্যাতি অর্জন করেন। এই সিনেমার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয়। 

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু’স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার’, ‘চিপস দ্য ডেড আর অ্যালাইভ’। অভিনেত্রীকে সবশেষ দেখা যায় ২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মেন্টাল সিজন ১’ এর জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৬৪ সালে সামান্থা এগার অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

মৃত্যুকালে তিনি দুই সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্নকে রেখে গেছেন। 

সূত্র: ভ্যারাইটি

এই বাংলা/এমএস

টপিক