ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
শনিবার (২৯ নভেম্বর) সকালে বাবুরহাট বালিকা বিদ্যালয়–এর হলরুমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, শ্রেণিকক্ষে ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফল উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় আলোচিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। আরও উপস্থিত ছিলেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, জেলা আইনজীবী সহকারী আকবর আলী এবং সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন।
এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরাও আলোচনায় অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক
- উপস্থিতি
- শিক্ষার মান
- মতবিনিময়
