নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর পঞ্চগড় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৫৬ বিজিবি ৪৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু আটক করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাতে সেনপাড়া এলাকায় ভিতরগড় বিওপির নিয়মিত টহলদল এ অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ ছায়েদ ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৫/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় থাকা একটি ভারতীয় গরু আটক করা হয়। আটক গরুর বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা ধরা হয়েছে।
৫৬ বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
