Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeঅপরাধনবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ

নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭/৩০ ঘটিকার সময় পৌরসভার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুর রহমান মুকুল বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্তব্যরত ডাক্তার বলেন, উনার গায়ে তিনটি গুলি লেগেছে, আমরা ওনার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি।

গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক