Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeশিক্ষা ও সংস্কৃতিচরভদ্রাসনে দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ

চরভদ্রাসনে দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসচ্ছল অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোললা। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করা ১০০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা ও কলম দেওয়া হয়। পাশাপাশি শীতের শুরুতে অসচ্ছল অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, চরভদ্রাসন থানার ওসি মো. রোজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শীতবস্ত্র বিতরণে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক