কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড়ের অর্ণব ছাত্রাবাস থেকে মৃত্যুঞ্জয় (২৪) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত মৃত্যুঞ্জয় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন মৃত্যুঞ্জয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এ বিয়ে মেনে না নেওয়ায় বিষয়টি আইনি জটিলতায় গড়ায়। পরবর্তীতে স্ত্রীকে তালাক দিয়ে ফেরত নেওয়া হলে তিনি চরম মানসিক চাপে পড়েন। ওই সময় থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।
অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম জানান, পরীক্ষার পর বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে যায়। ছাত্রাবাসে তিনজন ছিলেন। দুপুরে সহপাঠী নাদিম ওয়াজেদ তাকে খেতে ডাকলেও কোনো সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে যান।

বিকেলে আরিফুল ফিরে এসে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে জানালা ভেঙে ভেতরে তাকিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
ঘটনার খবর পেয়ে পরিবার কুড়িগ্রাম হাসপাতালে ছুটে আসে। প্রিয়জনকে এমন অবস্থায় দেখে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
এই বাংলা/এমএস
টপিক
