Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeক্যাম্পাসইবিতে তারুণ্যের হৈমন্তী উৎসব: পিঠা, খিচুড়ি আর গ্রামীণ আবহে শিক্ষার্থীদের মিলনমেলা

ইবিতে তারুণ্যের হৈমন্তী উৎসব: পিঠা, খিচুড়ি আর গ্রামীণ আবহে শিক্ষার্থীদের মিলনমেলা

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতের আমেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’-এর আয়োজন করা হৈমন্তী উৎসব ১৪৩২। রোববার (৩০ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকাল থেকেই বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে উৎসব। শিক্ষার্থীরা নিজেরা তৈরি করে এনেছিলেন বিভিন্ন পিঠা-পুলি ও দেশীয় খাবার। নকশি পিঠা, পুলি, ঝালপুলি, তেল পিঠা, দুধচিতই, পায়েস, ডালপুরি, ডালের চপ, বেগুনির মতো ঐতিহ্যবাহী খাবার উৎসবে ছোট-বড় সবার দৃষ্টি কাড়ে। পাশাপাশি খিচুড়ি–চপ–ভর্তার স্টলও ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এ ছাড়া উৎসবস্থলে ছিল তারুণ্যের লাইব্রেরি কর্নার, দোলনা, ফটোকর্নার এবং রিভিউ জোন—যেখানে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ভাগ করেছেন।

ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জেসমিন বলেন, “শীতের খাবার আর গ্রামীণ আবহ মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। পিঠাগুলো খুব ভালো লেগেছে। পুরো অনুষ্ঠানটাই প্রাণবন্ত।”

সংগঠনটির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল জানান, হেমন্তঋতুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বন্ধুত্ব ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতেই এই আয়োজন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও উন্মুক্ত মিলনমেলায় রূপ দিতে তারুণ্যের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক